শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রাখাইনে ফের রোহিঙ্গাবিরোধী সামরিক অভিযান

রাখাইনে ফের রোহিঙ্গাবিরোধী সামরিক অভিযান

রাখাইন রাজ্যে কথিত মুসলিম বিদ্রোহী এবং বিচ্ছিন্নতাকামীদের নির্মূল করতে সার্জিক্যাল অপারেশন শুরু করেছে মিয়ানমার সামরিক বাহিনী। অভিযান থেকে বাঁচতে আবারও শত শত রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসছে আশ্রয়প্রার্থী হয়ে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এপি জানায়, পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা অন্তত ৫০০ জন। রাখাইনে সম্প্রতি ৩৩তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনের মোতায়েন শুরু হয়। খারাপ আবহাওয়ার মধ্যেও হেলিকপ্টারে এসব সৈন্যকে রাজ্যের রাজধানী সিত্তইতে নামানো হয়। পরে তাদের মোতায়েন করা হয় মাংডুতে। এরপর থেকেই তারা ওই এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে। দেশটির সামরিক বাহিনীর গত অক্টোবরে অভিযানে রাখাইনে পরিকল্পিত ধর্ষণ, খুন ও অগ্নিসংযোগের অভিযোগ তদন্তের জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে মিয়ানমার। এ অবস্থায় ফের সামরিক অভিযান শুরু হলো। নিরাপত্তা চৌকিতে হামলার পর সামরিক বাহিনী ওই অভিযান চালিয়েছিল। অভিযানে  রোহিঙ্গা নারীদের হত্যা-ধর্ষণ আর তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দাবি করে। তবে মিয়ানমার সরকার রোহিঙ্গা নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছে। সাউথ এশিয়া মনিটরের প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমার সেনাবাহিনী বা তাতমাদাও মৌখিকভাবে উত্তর রাখাইনের গ্রামবাসীদের উত্তরের ম্যায়ু পার্বত্য এলাকায় প্রবেশ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। কারণ তারা ওই অঞ্চলে শুদ্ধি অভিযান চালাতে যাচ্ছে। সামরিক বাহিনী মনে করছে, এখানেই ‘সন্ত্রাসীরা’ লুকিয়ে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে।

সর্বশেষ খবর