শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
পিউ রিসার্চ সেন্টারের জরিপ

পররাষ্ট্রনীতিতে ট্রাম্পের চেয়ে পুতিনে আস্থা বেশি

জার্মানি, জাপান, ফ্রান্সসহ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশ পররাষ্ট্রনীতি বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে অধিক আস্থা রাখে। এমনকি ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশের বাসিন্দারা এক্ষেত্রে পুতিনেই বেশি আস্থাশীল বলে এক জরিপে উঠে এসেছে। পিউ রিসার্চ সেন্টার বুধবার এক গবেষণা প্রতিবেদনে এ কথা জানিয়েছে। বিশ্বের অন্তত ৩৬টি দেশ জরিপে অংশ নেয়। এদের মধ্যে ২৩টি দেশই জানিয়েছে যে, পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনার ক্ষেত্রে তারা ট্রাম্পের চেয়ে পুতিনেই বেশি আস্থা রাখেন। এদিকে, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য অবশ্য পুতিনের চেয়ে ট্রাম্পেই অধিকতর আস্থা রাখে। তবে দেশগুলোতে ট্রাম্প ও পুতিনে আস্থার পার্থক্য মাত্র ২-৩ পয়েন্টের। এ ছাড়া ইসরায়েল, পোল্যান্ড, ফিলিপাইন এবং ভারত সরকারও পররাষ্ট্রনীতিতে ট্রাম্পের প্রতি বেশি আস্থা রাখে। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর