শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়াকে মোকাবিলায় প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-জাপান

উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও জাপান প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। কোরীয় দ্বীপে চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার উভয় দেশের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। ওয়াশিংটনে উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে  বৈঠকের পর জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনরি ওনোদেরা বলেন, উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় বৈঠকে আমরা চাপ বৃদ্ধি ও মিত্রদের সামর্থ্য বৃদ্ধিতে একমত হয়েছি। যুক্তরাষ্ট্রের আশঙ্কা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমা কর্মসূচি অনেক এগিয়ে গেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জাপানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। রয়টার্স।

সর্বশেষ খবর