শিরোনাম
রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৩

কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তর প্রদেশে গতকাল সন্ধ্যায় এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২৩ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পুরি-হরিদ্বার কলিঙ্গ উৎকাল এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হলে হতাহতের এ ঘটনা ঘটে। রাজ্য পুলিশ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। দেশটির রেলমন্ত্রী সুরেশ প্রভু দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন। বার্তা সংস্থা এএনআই মুজাফফরনগর পুলিশের এক কর্মকর্তার বরাতে জানায়, মুজাফফরনগরের খাটুয়ালি এলাকায় গতকাল বিকাল পৌনে ছয়টায় এ ঘটনা ঘটে। ট্রেনটি উড়িষা রাজ্যের পুরি থেকে উত্তরাখণ্ডের হরিদ্বার যাচ্ছিল। এদিকে, দুর্ঘটনার পেছনে সন্ত্রাসবাদের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)’র একটি দল ঘটনাস্থলে পাঠানো হচ্ছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।

সর্বশেষ খবর