সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের বিরুদ্ধে বোস্টনে সমাবেশ

পুলিশের সঙ্গে বর্ণবাদ বিরোধীদের হাতাহাতি

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টনে শনিবার ভার্জিনিয়ার শার্লটসভিল শহরের মতো সমাবেশ করার পরিকল্পনা করেছিল একদল শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী। তবে বর্ণবাদবিরোধীদের ডাকা বিশাল সমাবেশে তাদের এ পরিকল্পনা পণ্ড হয়ে যায়। একপর্যায়ে সমাবেশস্থল ‘বোস্টন কমন্স’ থেকে পুলিশ রক্ষণশীলদের পাহারা দিয়ে এলাকা থেকে সরাতে বাধ্য হয়। এ সময় পুলিশের সঙ্গে বর্ণবাদবিরোধীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভার্জিনিয়ায় শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের ডাকে বিক্ষোভ সমাবেশের ঘটনার এক সপ্তাহ পর এ ঘটনা ঘটল। ভার্জিনিয়ার শার্লটসভিলের ধাঁচে রক্ষণশীল শ্বেতাঙ্গদের ছোট্ট একটি দল বোস্টনে ‘ফ্রি স্পিচ র‌্যালি’ নামে সমাবেশ করার পরিকল্পনা করেছিল। রক্ষণশীলদের এমন পরিকল্পনা প্রকাশ্যে প্রত্যাখ্যান করে হাজার হাজার বিরোধী বিক্ষোভকারী শহরটির মধ্যদিয়ে পদযাত্রা করে ঐতিহাসিক ‘বোস্টন কমন্স’এ গিয়ে জড়ো হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ‘নাৎসিবিরোধী’ নানান রকমের স্লোগান শোভা পাচ্ছিল। স্লোগান দানের পাশাপাশি বিক্ষোভকারীরা ‘নাৎসিদের ফের ভীত করে তুল’, ‘প্রতিবেশীদের ভালোবাস’, ‘ফ্যাসিবাদকে প্রতিহত কর’, ‘ঘৃণা কখনোই আমেরিকাকে মহান করতে পারেনি’ লেখাসংবলিত ব্যানার বহন করছিল। এ সময় ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের গুঁড়িয়ে দাও’ স্লোগানযুক্ত একটি বিশাল ব্যানারও একদল বিক্ষোভকারী বহন করছিল। তবে বোস্টনে ফ্রি স্পিচ র‌্যালির আয়োজকরা নিজেদের গায়ে প্রকাশ্যে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী, নাৎসি ও রক্ষণশীল তকমা নিতে অস্বীকৃতি জানিয়েছে। এপি, বিবিসি।

সর্বশেষ খবর