সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শুধু আমেরিকায় হামলার জন্য পরমাণু অস্ত্রের মজুদ : উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া সতর্ক করে দিয়ে বলেছে, দেশটির সেনাবাহিনী গুয়াম কিংবা হাওয়াই নয়, বরং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে যে কোনো সময় ‘নির্দয় আঘাত’ হানতে সক্ষম। পাশাপাশি পিয়ংইয়ং ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছে, দেশটি আমেরিকা ছাড়া আর কোনো দেশে হামলা চালানোর জন্য পরমাণু অস্ত্র তৈরি করেনি। মার্কিন সরকারের অনুগত পশ্চিমা গণমাধ্যম এ ব্যাপারে বিভ্রান্তি ছড়িয়ে আরও কিছু দেশকে ভীত-সন্ত্রস্ত করে তুলতে চায়। কিন্তু উত্তর কোরিয়ার হামলার একমাত্র লক্ষ্য আমেরিকা। সোমবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। এই মহড়াকে ‘বেপরোয়া আচরণ’ উল্লেখ করে উত্তর কোরিয়া বলেছে, এটি পরিস্থিতিকে অনিয়ন্ত্রণযোগ্য পারমাণবিক যুদ্ধের দিকে ধাবিত করতে পারে। দেশটির ক্ষমতাসীন দলের মুখপাত্র হিসেবে পরিচিত দৈনিক রডং সিনমুনে প্রকাশিত এক নিবন্ধে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আলজাজিরা।

সর্বশেষ খবর