সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

‘ট্রাম্পকে হত্যা করা হোক’ বলে মার্কিন সিনেটরের পদত্যাগ

‘ট্রাম্পকে হত্যা করা হোক’ বলে মার্কিন সিনেটরের পদত্যাগ

মারিয়া চ্যাপেলে

‘প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করা হোক’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন ডেমোক্র্যাট দলের একজন সিনেটর। তিনি ডেমোক্র্যাট দল থেকে মিসৌরির সিনেটর মারিয়া চ্যাপেলে-নাদাল। ভার্জিনিয়ার শার্লটসভিলে শ্বেতাঙ্গ উগ্রপন্থি ও বর্ণবাদ বিরোধীদের মধ্যে সহিংসতায় প্রেসিডেন্ট ট্রাম্প শ্বেতাঙ্গ ইস্যুতে যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়ায় তিনি ওই মন্তব্য পোস্ট করেন। কিন্তু তার এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একপর্যায়ে সিনেটর মারিয়া পদত্যাগে বাধ্য হন। এ ঘটনার জন্য প্রেসিডেন্ট  ট্রাম্প দুই পক্ষকেই দায়ী করেন। জবাবে বৃহস্পতিবার সকালে ফেসবুকে পোস্টে মারিয়া লিখেন, ‘আমি বাস্তবিকই ট্রাম্পকে ঘৃণা করি। তিনি ক্ষত ও ভীতি সৃষ্টি করছেন।’ এমন পোস্টের এক প্রতিক্রিয়ার জবাবে তিনি লিখেছিলেন, ‘আমি       আশা করি ট্রাম্পকে হত্যা করা হোক।’

সর্বশেষ খবর