সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আইএসের শেষ ঘাঁটি পুনরুদ্ধারে চূড়ান্ত অভিযানে ইরাক

জঙ্গি গোষ্ঠী আইএসের দখলে থাকা শেষ ঘাঁটি তাল আফার পুনরুদ্ধারে অভিযানে নেমেছে ইরাকী সেনাবাহিনী। গত জুলাই মাসে আইএসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মসুল দখলের পর এবার তাল আফার অভিযানে নামল ইরাক। গতকাল দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি টেলিভিশনে দেওয়া এক ভাষণে জিহাদিদের উদ্দেশে বলেন, হয় ‘আত্মসমর্পণ কর, নয়তো মর’। কালো রংয়ের সামরিক পোশাক পরা প্রধানমন্ত্রী আল আবাদি ইরাকী পতাকা এবং একটি মানচিত্রের সামনে দাঁড়িয়ে তাল আফার মুক্ত করার অভিযান শুরুর ঘোষণা দেন। তিনি তার বক্তব্যে সেনাবাহিনীর উদ্দেশে বলেন, ‘আপনাদের সঙ্গে     সারা পৃথিবী আছে।’ বিবিসি।

সর্বশেষ খবর