মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মার্কিন রণতরী-ট্যাঙ্কার সংঘর্ষে নিখোঁজ ১০

মার্কিন রণতরী-ট্যাঙ্কার সংঘর্ষে নিখোঁজ ১০

রণতরী ইউএসএস জন এস ম্যাককেইন

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইউএসএস জন এস ম্যাককেইন নামে একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের সঙ্গে একটি তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মার্কিন নৌবাহিনীর দশ সদস্য নিখোঁজ আছেন। আহত হয়েছেন আরও পাঁচ মার্কিন নৌসেনা। আহতদের অবস্থা গুরুতর নয় বলে মার্কিন নৌবাহিনী জানিয়েছে। স্থানীয় সময় গতকাল ভোরের দিকে সিঙ্গাপুর প্রণালির পূর্বদিকে এ ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে মার্কিন রণতরীর এ ধরনের দ্বিতীয় ঘটনা এটি। গত ১৭ জুন জাপান সাগরে মার্কিন রণতরী ইউএসএস ফিত্জজেরান্ডের সঙ্গে ফিলিপাইনের পতাকাবাহী একটি তেলবাহী কনটেইনার জাহাজের সংঘর্ষ হয়েছিল। এতে মার্কিন নৌবাহিনীর সাত নাবিকের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার দুই মাসের মাথায়  মার্কিন রণতরী ঘিরে ফের একই ধরনের ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর কর্তৃপক্ষের বরাতে খবরে বলা হয়, মার্কিন রণতরী ইউএসএস জন এস ম্যাককেইন সিঙ্গাপুর উপকূলের পূর্বে নোঙর করেছিল। সিঙ্গাপুর বন্দরে নিয়মিত বিরতির অংশ হিসেবে এটি সেখানে থামার প্রস্তুতি নিচ্ছিল। আর তখনই লাইবেরিয়ার পতাকাবাহী ‘আলনিক এমসি’ নামে বিশাল একটি তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে মার্কিন রণতরীটির দশ নাবিক নিখোঁজ হওয়ার পাশাপাশি এর বামদিক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলবাহী ট্যাঙ্কারটির ক্ষয়ক্ষতি হলেও এটির কোনো ক্রু আহত হননি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সপ্তম বহর এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ক্ষতিগ্রস্ত রণতরীটি সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাঁটিতে পৌঁছেছে। ট্যাঙ্কারটির একজন ক্রুর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্যাঙ্কারটি ১২ হাজার টন তেল নিয়ে তাইওয়ান থেকে সিঙ্গাপুর যাচ্ছিল।

এদিকে, নিখোঁজ মার্কিন নৌবাহিনীর নাবিকদের খোঁজে বড় আকারের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। বিবিসি।

সর্বশেষ খবর