মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এবার ফ্রান্সে যাত্রী ছাউনিতে তুলে দেওয়া হলো গাড়ি, নিহত ১

স্পেনের পর এবার পার্শ্ববর্তী দেশ ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মাখসেই শহরে যাত্রী ছাউনিতে গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। দুটি যাত্রী ছাউনিতে পর পর সংঘটিত এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তবে এটি ইচ্ছাকৃত অর্থাৎ সন্ত্রাসী হামলা কিনা প্রাথমিকভাবে এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই। এ ঘটনায় গাড়িটির (ভ্যান) চালককে (৩৫) গ্রেফতার করা হয়েছে। স্পেনের বার্সেলোনা ও ক্যামব্রিলস, ফিনল্যান্ডের তুরকু ও রাশিয়ার সুরগুত শহরে সাম্প্রতিক একই ধাঁচের সন্ত্রাসী হামলার ঘটনায় ইউরোপজুড়ে বিদ্যমান উদ্বেগ-আতঙ্কের মাঝেই এ ঘটনা ঘটল। শহরটির পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় গতকাল সকাল সোয়া ৮টার দিকে মাখসেইয়ের বুলভাখ শার্লস লিভঁ এলাকায় ওই ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী এক ব্যক্তি একটি ভ্যান পর পর দুটি যাত্রী ছাউনিতে তুলে দেন। এতেই উক্ত হতাহতের ঘটনা ঘটে। লোকজনকে সংশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলার জন্যও বিবৃতিতে বলা হয়েছে। রাশিয়া টুডে, সিএনএন।

সর্বশেষ খবর