শিরোনাম
শনিবার, ২৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভেনেজুয়েলায় নতুন সংবিধান প্রশ্নে গণভোট

ভেনেজুয়েলার নতুন সংবিধান প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত নতুন সাংবিধানিক পরিষদ এ সংবিধান প্রণয়ন করবে। বৃহস্পতিবার সরকারপন্থি আইন প্রণেতারা একথা জানান। দেশটির সাংবিধানিক পরিষদের ৫৪৫ জন সদস্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা নতুন সংবিধানের খসড়া অনুমোদন করবেন এবং এরপর গণভোটের তারিখ নির্ধারণ করবেন।  এ সাংবিধানিক পরিষদের নেতা ও মাদুরোর সাবেক পররাষ্ট্রমন্ত্রী দেলসি রোদ্রিগেজ বলেন, ‘আগামী সপ্তাহ থেকেই আমরা নতুন সংবিধান রচনার কাজ শুরু করতে যাচ্ছি।  এ পরিষদকে দু বছর বহাল রাখার পরিকল্পনা রয়েছে। মাদুরো প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে নতুন পরিষদ ভেনেজুয়েলার শান্তি ও সমৃদ্ধি পুনঃপ্রতিষ্ঠা করবে। এএফপি।

 

সর্বশেষ খবর