মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ওবামার অভিবাসী নীতি বাদ দেওয়ার সিদ্ধান্তে অনড় ট্রাম্প

ওবামার অভিবাসী নীতি বাদ দেওয়ার সিদ্ধান্তে অনড় ট্রাম্প

শৈশবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের কাজের অনুমতি দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষিত কর্মসূচিটি বাতিল করার সিদ্ধান্তে অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সিদ্ধান্তটি বাস্তবায়নের সময় ৬ মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিকল্প আইন খুঁজতে কংগ্রেসকে ছয় মাস সময় দিতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের ব্যাপারে জানাশোনা রয়েছে এমন দুই সূত্রকে উদ্ধৃত করে রবিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আজ ট্রাম্প এ ঘোষণা দেবেন বলে কথা রয়েছে। অবশ্য, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যদের কেউ কেউ তার এ সিদ্ধান্তের বিরোধিতা করছেন। অনেক মার্কিনিও চান না, যুক্তরাষ্ট্রে একটা বড় সময় পার করে দেওয়া এসব মানুষদের বিতাড়িত করা হোক। ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডিএসিএ) কর্মসূচিটি চালু করেছিল বারাক ওবামার প্রশাসন। এ নীতির আওতায় ‘ড্রিমারস’ নামে পরিচিত প্রায় ৮ লাখ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো থেকে বিরত থাকা হয়েছিল এবং তাদের বৈধভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। ড্রিমারস হলো যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর একটা অংশ। এরা ছোটবেলায় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে এসেছেন এবং বড় হয়ে বৈধভাবে কাজ করার সুযোগ পেয়েছেন। ড্রিমারসদের বেশিরভাগই হিস্পানিক। তাদের বেশিরভাগই এসেছেন মেক্সিকো ও ল্যাটিন আমেরিকার অন্য দেশ থেকে। ২ লাখেরও বেশি ড্রিমারস ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন, ১ লাখ বসবাস করছেন টেক্সাসে। নিউইয়র্ক, ইলিনয় এবং ফ্লোরিডায়ও বিপুল সংখ্যক ড্রিমারস এর বসবাস। নির্বাচনি প্রচারণার সময় ড্রিমারসদের বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান তিনি। তবে অনেক মার্কিনি এখন তার সিদ্ধান্তের বিরোধিতা করছেন। বিবিসি।

সর্বশেষ খবর