বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইয়েমেনে মানবিক সংকটে শতভাগ তহবিল দেওয়া উচিত সৌদির : জাতিসংঘ

ইয়েমেনে মানবিক সংকটে শতভাগ তহবিল দেওয়া উচিত সৌদির : জাতিসংঘ

ইয়েমেনে দুর্ভিক্ষ ও কলেরা মোকাবিলায় সৌদি আরবের একাই আর্থিক সহায়তা প্রদান করা উচিত বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ইয়েমেনে মানবিক সংকটে শতভাগ তহবিল দেওয়া উচিত সৌদি আরবের। গতকাল আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের এত উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে কোনো নির্দিষ্ট পক্ষকে দোষ দেওয়ার ঘটনা এটাই প্রথম। ডেভিড সৌদি জোটের অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে অভিযোগ করেন, এই অভিযানে ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেন, সৌদি আরব হয় যুদ্ধ বন্ধ করুক কিংবা ফান্ড দিক, অথবা দুটোই করতে পারে। ২০১৫ সালের মার্চে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে এই লড়াইয়ে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ঘর ছেড়েছেন কয়েক লাখ মানুষ। যুদ্ধের কারণে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার জনের। আক্রান্ত হয়েছে ৫ লাখেরও বেশি। সৌদি রাজপরিবারের দাবি, তাদের আর্থিক সহায়তায় ইয়েমেনে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছে। চলতি বছর জুনে জাতিসংঘের ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ৬ কোটি ৬০ লাখ ডলার সহায়তা প্রদান করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সর্বশেষ খবর