বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রকে আরও ‘উপহার’ দেবে উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রকে আরও ‘উপহার’ দেবে উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রকে আরও ‘উপহার’ দেওয়া হতে পারে বলে সতর্ক করেছে উত্তর কোরিয়ার একজন কূটনীতিক। কয়েক মাস ধরেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর  কোরিয়া। এতে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে  দেশটি। তবে সমালোচনা উপেক্ষা করে আবারও যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র ‘উপহার’ দেওয়ার হুমকি দিল তারা। জাতিসংঘে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হান তায়ে সং বলেছেন, ধারাবাহিক উসকানি ও চাপ প্রত্যাহার না করলে তার দেশ যুক্তরাষ্ট্রকে ‘আরও উপহার’ পাঠাতে প্রস্তুত। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অস্ত্রনিরোধ সম্মেলনে হান এ হুঁশিয়ারি দেন বলে রয়টার্স জানিয়েছে। বেপরোয়া উসকানি ও চাপ প্রয়োগের বৃথা চেষ্টা যতদিন যুক্তরাষ্ট্র করে যাবে, ততদিনই এ ধরনের উপহার তারা পেতে থাকবে, বলেন হান। উত্তর  কোরিয়ার সর্বশেষ পারমাণবিক পরীক্ষার পর যুক্তরাষ্ট্র  দেশটির ওপর সম্ভাব্য কঠোর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আহ্বান জানানোর একদিন পর উত্তর কোরিয়ার এ প্রতিক্রিয়া এলো।  সোমবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি অনেক বেশি দেরি হওয়ার আগেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান। হ্যালি সতর্ক করে বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসায়িক লেনদেনে নিয়োজিত দেশগুলোও তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষায় সহায়তা করছে।

সর্বশেষ খবর