বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শুধু নিষেধাজ্ঞা দিয়ে উত্তর কোরিয়ার সংকট সমাধান সম্ভব নয় : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘কেবল নিষেধাজ্ঞা আর চাপ প্রয়োগ করে উত্তর কোরিয়ার পারমাণবিক সংকট নিরসন করা সম্ভব নয়।’ গতকাল রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। যৌথ সংবাদ সম্মেলনে পুতিন উত্তর কোরিয়ার ষষ্ঠবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বলেছেন, ‘মস্কো এর পারমাণবিক মর্যাদার স্বীকৃতি দেবে না।’ তিনি বলেন, ‘পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন, পারমাণবিক অস্ত্রের বিস্তার কমানোর চেষ্টার অবমূল্যায়ন এবং উত্তর-পূর্ব এশিয়ার জন্য হুমকি। একই সময় এটা পরিষ্কার যে কোরীয় উপদ্বীপের সমস্যা কেবল নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করে সমাধান সম্ভব নয়।’ রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতি ছাড়া কোনো সমস্যা সমাধানের পথ পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন পুতিন। সংবাদ সম্মেলন শেষে বার্তা সংস্থা তাসকে পুতিন বলেছেন, ভ্ল ভ্লাদিভস্তক ফোরামে উত্তর কোরিয়ার প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে রাশিয়া।  রাশিয়া টুডে।

সর্বশেষ খবর