বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

আসামে এখনো ৪৫ হাজার মানুষ বন্যাকবলিত

ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো রাজ্যের ছয়টি জেলার ৪৫ হাজার মানুষ বন্যাকবলিত। ত্রাণশিবিরে রয়েছে ৮ হাজার ৭৯ জন। বিভিন্ন জায়গায় নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যায় এ পর্যন্ত মোট ১৫৮ জন প্রাণ হারিয়েছে। গত ২৪ ঘণ্টায় আসামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যোরহাট জেলায় পানি নেমে যাওয়ায় এখন ছয়টি জেলা বন্যাকবলিত। জেলাগুলো হলো ধেমাজি, লখিমপুর, চিরাগ, মরিগাঁও, নগাঁও ও কাছাড়। এর মধ্যে নগাঁওয়ের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ১৬ হাজার ৪৮৪ জন শুধু এই জেলাতেই এখনো বন্যাকবলিত। রাজ্যের প্রধান প্রধান নদীর মধ্যে ব্রহ্মপুত্র যোরহাট জেলার নিমতাইঘাট এলাকায়, ধানসিঁড়ি গোলাঘাট জেলার নুমুলিগড় এলাকায় এবং কুশিয়ারা করিমগঞ্জে বিপদসীমার ওপর দিয়ে বইছে বলে মঙ্গলবার আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (এএসডিএমএ) সূত্রে জানা গেছে। এএসডিএমএর বিবৃতি অনুযায়ী, বন্যার পানি নামছে সবখানেই। এবারের বন্যায় ৫ হাজার ৬৮২ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে সরকারি-বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। এনডিটিভি।

সর্বশেষ খবর