শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ঘূর্ণিঝড় ইরমা’র আঘাতে লণ্ডভণ্ড ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, নিহত ৯

ঘূর্ণিঝড় ইরমা’র আঘাতে লণ্ডভণ্ড ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, নিহত ৯

প্রচণ্ড শক্তিশালী মৌসুমি ঘূর্ণিঝড় ‘ইরমা’র আঘাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি দ্বীপ সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। শক্তিশালী এ ঘূর্ণিঝড়ে সর্বশেষ খবর পর্যন্ত কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আটলান্টিক অঞ্চলে বর্তমানে সক্রিয় তিনটি ঘূর্ণিঝড়ের একটি ইরমা আগামী রবিবার নাগাদ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির জাতীয় হারিকেন সেন্টার ঘূর্ণিঝড় ইরমাকে ‘চরম বিপজ্জনক’ হিসেবে আখ্যায়িত করেছে। ঘণ্টায় ১৮০ মাইল বেগের বাতাস ও ভারী বৃষ্টি নিয়ে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বারবুদা, সেন্ট মার্টিন ও দ্য ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে নিহতদের মধ্যে ছয়জন সেন্ট মার্টিন দ্বীপে এবং দুজন সেন্ট বার্টস দ্বীপে মারা গেছেন।  আর বারবুদা দ্বীপে এক শিশুর মৃত্যু হয়েছে। সেন্ট মার্টিন ও সেন্ট বার্টস দ্বীপ দুটি ফরাসি ভূখণ্ড। বারবুদা দ্বীপের প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইরমায় তার দ্বীপের ৮৫ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এ ক্ষতিকে অভূতপূর্ব ও সম্পূর্ণরূপে বিধ্বংসী হিসেবে বর্ণনা করেছেন। ঘূর্ণিঝড়ের আঘাতে দ্বীপটিতে ১০০ মিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় বুধবার ইরমা এ দ্বীপটিতে আঘাত হানে। এর ফলে সেখানে টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এতে দ্বীপটির প্রায় ২ হাজার বাসিন্দা পুরোপুরি যোগাযোগবিহীন অবস্থায় আছেন। মধ্য আমেরিকার পুয়ের্তো রিকো, দ্য ডোমিনিকান রিপাবলিক, হাইতি, বাহামাসহ আরও কয়েকটি দ্বীপপুঞ্জের বেশকিছু এলাকায়ও ঘূর্ণিঝড়ের সতর্কতা কার্যকর রয়েছে। ঘূর্ণিঝড় ইরমা ঘণ্টায় ১৮০ মাইলের বেশি তীব্রতা বজায় রেখেছে যা আটলান্টিক অঞ্চলে এখন পর্যন্ত আঘাত হানা ঝড়গুলোর মধ্যে দীর্ঘতর। এদিকে, ঘূর্ণিঝড়টি ঠিক কবে নাগাদ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানবে তা ঠিক এই মুহূর্তে পরিষ্কার করে বলতে পারছেন না বিশেষজ্ঞরা। কম্পিউটার মডেল অনুযায়ী, স্থানীয় সময় রবিবার শেষ নাগাদ এটি ফ্লোরিডার পূর্ব উপকূলে আছড়ে পড়তে পারে। ইরমার গতিপথ ঠিক পরিষ্কার না হলেও রাজ্য সরকার কিছু কিছু জায়গার লোকজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সিএনএন।

সর্বশেষ খবর