শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
মুম্বাই সিরিজ বোমা হামলা

মূলহোতা সালেমের যাবজ্জীবন অন্য দুজনের মৃত্যুদণ্ড

কলকাতা প্রতিনিধি

ভারতের মুম্বাইয়ে ১৯৯৩ সালে সিরিজ বোমা হামলা মামলায় মূলহোতা আবু সালেমসহ পাঁচজনের বিরুদ্ধে গতকাল সাজা ঘোষণা করে মুম্বাইয়ের বিশেষ টেররিজম অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট (টাডা) আদালত। এতে সালেম ও করিমুল্লা খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালতটি। পাশাপাশি তাদের দুজনকেই  ২ লাখ রুপি করে ব্যক্তিগত জরিমানাও করেন বিশেষ বিচারপতি জি এ সনাপ। এছাড়া দুই দোষী ফিরোজ আবদুল রশিদ খান ও তাহির মার্চেন্টকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পঞ্চম দোষী রিয়াজ সিদ্দিকীকে ১০ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ২০০৫ সালে পর্তুগাল থেকে প্রত্যর্পিত আবু সালেম ইতিমধ্যে ১২ বছর জেলে কাটিয়েছেন অর্থাৎ সর্বোচ্চ আর ১৩ বছর তাকে কারাগারে রাখা যাবে। মুম্বাই বিস্ফোরণের পরই ভারত ছাড়েন সালেম। গত ১৬ জুন এই বিস্ফোরণ মামলায় আবু সালেমসহ ছয়জনকে দোষী সাব্যস্ত করে মুম্বাইয়ের বিশেষ টাডা আদালত। এদের প্রত্যেকের বিরুদ্ধেই অপরাধমূলক ষড়যন্ত্র, খুন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, সন্ত্রাসবাদের ধারায় দোষী সাব্যস্ত করা হয়। উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় নিহত হয়েছিলেন ২৫৭ জন। আহত হয়েছিলেন ৭১৩ জন।

সর্বশেষ খবর