শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভারতে মুঘল ইতিহাসের বদলে হিন্দু শাসকদের কথা!

ভারতবর্ষের ইতিহাসে মুঘল শাসনামল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রায় ৩০০ বছর মুঘলরা ভারত শাসন করেছিল। শৌর্যবীর্যে আজ যে ভারত তার অনেকটাই মুঘলদের করা। অথচ ভারতের মহারাষ্ট্রের স্কুল পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস। মুঘল সুলতানদের ইতিহাস সরিয়ে দিয়ে সেখানে আনা হচ্ছে হিন্দু শাসক ছত্রপতি শিবাজীর প্রতিষ্ঠিত সাম্রাজ্যের ইতিহাস। এ নিয়েই সে রাজ্যে শুরু হয়েছে বিতর্ক। ভারতের বেশিরভাগ সৌধ মুঘল আমলে তৈরি হয়েছিল। কিন্তু মহারাষ্ট্রের অনেক স্কুল পড়ুয়াদের কাছে সেই ইতিহাসের কোনো গুরুত্ব নেই। তাদের সিলেবাস থেকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে মুঘল আমলের ইতিহাস। পরিবর্তে ইতিহাস বইগুলোতে ছত্রপতি শিবাজীকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। সপ্তদশ শতকে শিবাজী মুঘলদের পরাজিত করে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাজত্ব মহারাষ্ট্রের সীমা ছাড়িয়ে আরও বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। ছত্রপতি ছিলেন হিন্দু। আর মুঘলরা ছিলেন মুসলমান। বিবিসি বাংলা।

সর্বশেষ খবর