শিরোনাম
শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

কিমকে হত্যার জন্য দ. কোরীয় কমান্ডোদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র

কিমকে হত্যার জন্য দ. কোরীয় কমান্ডোদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে নানা ছক কষছে আমেরিকা। এরই মধ্যে তাকে হত্যার জন্য দক্ষিণ কোরিয়ার কমান্ডোদের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। মার্কিন নৌ কমান্ডো ‘সিল’ এই প্রশিক্ষণ দেবে। মূলত দেশ দুটির মধ্যে যুদ্ধ লাগলে কিমকে কীভাবে হত্যা করা হবে তারই প্রশিক্ষণ চলবে। ক্ষেপণাস্ত্র বসানোর উপযোগী পিয়ংইয়ংয়ের হাইড্রোজেন বোমা পরীক্ষাকে কেন্দ্র করে যখন উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ‘টাইমস’। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ং-মু দেশটির সংসদ সদস্যদের জানিয়েছেন, এ পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যেই নতুন কমান্ডো ইউনিট গঠনের কাজ শেষ হবে বলেও জানান তিনি। এদিকে, দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আকার ও পাল্লার ওপর আরোপিত বাধানিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এর ফলে দক্ষিণ কোরিয়া এমন বোমা বানাতে পারবে যা দিয়ে পিয়ংইয়ংয়ের ভূগর্ভস্থ সদর দফতর ধ্বংস করা যাবে। অপরদিকে পারমাণবিক বোমার সাম্প্রতিক পরীক্ষার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ায় তেল সরবরাহে নিষেধাজ্ঞা এবং কিম জং উনের সম্পদ জব্দের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া এই খসড়া বিষয়ে নিরাপত্তা পরিষদের অন্য সদস্যরা তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। পিয়ংইয়ংয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা চেয়ে করা এই খসড়া নিয়ে ১১ সেপ্টেম্বর ভোট করতে চায় যুক্তরাষ্ট্র, যদিও এটি পরিষদের অন্য সদস্যদের বাধার মুখে পড়তে পারে বলে ধারণা করছে রয়টার্স। গত সপ্তাহে দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রে জুড়ে দেওয়া যায় এমন একটি পারমাণবিক পরীক্ষার সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

সর্বশেষ খবর