শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ঘূর্ণিঝড় ইরমা আতঙ্কে ৫০ লাখ আমেরিকান

ষাট হাজারের অধিক বাংলাদেশিসহ ফ্লোরিডা, সাউথ ক্যারোলিনা ও জর্জিয়া অঙ্গরাজ্যের ৫০ লক্ষাধিক আমেরিকান ভয়ঙ্কর হারিকেন ‘ইরমা’ আতঙ্কে রয়েছে। বাংলাদেশি অধ্যুষিত সাউথ ফ্লোরিডার সব মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সারা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারির পর রাজ্য গভর্নর রিক স্কট নাগরিকদের উদ্দেশে বলেছেন, ‘আঘাত হানার আশঙ্কা রয়েছে, এমন সিটির কেউ যেন ঘরে না থাকেন। আজ রাতে শুরু হবে ইরমার তাণ্ডব।’ সাউথ ক্যারোলিনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার স্মরণকালের ভয়ঙ্কর এ হারিকেনের আঘাত হানার সম্ভাব্য সিটিসমূহে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একইভাবে জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নাথান ডিলও তার রাজ্যের       ৬টি উপকূলীয় কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন।

সর্বশেষ খবর