রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মেক্সিকোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

মেক্সিকোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

মেক্সিকোতে বৃহস্পতিবার রাতে ৮.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে ক্ষতিগ্রস্ত একটি গ্রাফিটির (ইট-পাথরের তৈরি ভাস্কর্য) চারপাশ ঘিরে ভেঙে পড়া একটি ভবনের ইট-সুরকির টুকরো পড়ে থাকতে দেখা যাচ্ছে যা গ্রাফিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবিটি গতকাল ওয়াক্সাকা প্রদেশ থেকে তোলা — এএফপি।

মেক্সিকোতে বৃহস্পতিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গত ৮৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণ উপকূলে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি হয়। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, শক্তিশালী এ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মেক্সিকোর পিজিজিআন শহর থেকে ৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাবাস্কো, ওহাকা এবং চিয়াপাস অঙ্গরাজ্য। ভূমিকম্পে ২০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো। একদিনের জাতীয় শোক ঘোষণা করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। বিবিসি।

 

সর্বশেষ খবর