রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাম রহিমের ডেরায় অবৈধ বিস্ফোরক কারখানা

রাম রহিমের ডেরায় অবৈধ বিস্ফোরক কারখানা

দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের আস্তানা ডেরা সাচ্চা সৌদায় দ্বিতীয় দিনের তল্লাশি অভিযানে অবৈধ বিস্ফোরক কারখানার সন্ধান মিলেছে। ভারতের হরিয়ানা রাজ্যের সিরসায় গতকালের অভিযানে কারখানাটির সন্ধান পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও জেলার কর্মকর্তারা। ওই কারখানা থেকে ৮০ কার্টনের বেশি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এগুলো বোমা তৈরিতে ব্যবহার করা হতো বলে জানিয়েছেন সিরসা জেলার কর্মকর্তারা। ইতিমধ্যেই কারখানাটি সিলগালা করা হয়েছে। বিস্ফোরকগুলো কোন ধরনের, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে শুক্রবার সকালে সিরসায় কড়া নিরাপত্তা ও কারফিউ জারি করে উদ্ধার অভিযান শুরু হয়। প্রথম দিনে তল্লাশির দুই ঘণ্টার মধ্যে প্লাস্টিকের মুদ্রাসহ বিপুল পরিমাণ অর্থ, নিষিদ্ধ ঘোষিত অর্থ, হার্ড ডিস্ক ও কম্পিউটার জব্দ করা হয়। ওই সময় ডেরা চত্বর থেকে দুই শিশুসহ পাঁচজনকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে সরকারি কর্মকর্তা ও পুলিশের সঙ্গে আছে শত শত আধাসামরিক সেনা, ৫০ ভিডিওগ্রাফার ও এক ডজনের   বেশি তালা-চাবির কারিগর। এনডিটিভি।

সর্বশেষ খবর