রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
এনআইএ’র অভিযান ইস্যু

কাশ্মীরে কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতা আটক

সৈয়দ আলী গিলানি, মিরওয়াইজ ওমর ফারুক ও ইয়াসিন মালিকসহ ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিচ্ছিন্নতাবাদী নেতাকে আটক করা হয়েছে। তাদের আটকের মধ্যদিয়ে দিল্লিতে অবস্থিত জাতীয় তদন্ত সংস্থা এনআইএ’র সদর দফতর অভিমুখী বিচ্ছিন্নতাবাদীদের পূর্ব পরিকল্পিত যাত্রা (মার্চ) নস্যাৎ করে দেওয়া হয়েছে। কাশ্মীর পুলিশের প্রধান আইজিপি মুনীর খান গতকাল একথা জানিয়েছেন। বিগত তিন মাসে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতৃবৃন্দ, তাদের সমর্থক ও আত্মীয়স্বজনের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে এনআইএ। এরই প্রতীকী প্রতিবাদ হিসেবে এনআইএ সদর দফতরের সামনে থেকে বিচ্ছিন্নতাবাদীদের গ্রেফতারের জন্য হিজবুল্লাহ মুজাহিদীনসহ কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো প্রস্তাব দিয়েছিল। এরই অংশ হিসেবে এনআইএ সদর দফতরের সামনে একটি সমাবেশের (মার্চ) পরিকল্পনা করেছিল তারা। হিন্দু অনলাইন।

 

সর্বশেষ খবর