সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা নিধনের নেপথ্যে ইসরায়েল : ইরান

ইরান অভিযোগ করেছে, রোহিঙ্গা মুসলিমদের নিধনের নেপথ্যে রয়েছে ইসরায়েল। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি এ অভিযোগ করেছেন। বেলায়েতির দাবি, ‘ইহুদিবাদী ইসরায়েল তার নিষ্ঠুর ও শিশু হত্যার ভাবমূর্তি মুছে ফেলতে এবং শিশু, বয়স্ক ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে পাশবিক নির্যাতন চালানোর সংস্কৃতি ছড়িয়ে দিতে মিয়ানমার সরকারের সঙ্গে যোগসাজশ করে নিপীড়িত রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ অপরাধ পরিচালনা করছে। শনিবার এক বিবৃতিতে এ দাবি করেছেন বেলায়েতি। প্রেসটিভি অনলাইনের এক খবরে গতকাল এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ইহুদিবাদের অশুভ ও পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। প্রেসটিভি।

সর্বশেষ খবর