বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মিয়ানমারকে ‘শাস্তি’ দেওয়ার হুমকি আল-কায়েদার

জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা রোহিঙ্গা মুসলিমদের সাহায্য করার ডাক দিয়ে মিয়ানমারের ‘অপরাধের’ জন্য দেশটিকে ‘শাস্তি’ দেওয়ার হুমকি দিয়েছে।  মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বাসিন্দা  রোহিঙ্গারা নিরাপত্তা বাহিনীর দমনাভিযানের মুখে দেশ ছেড়ে প্রতিবেশী বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে, যাদের সংখ্যা ইতিমধ্যে চার লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২৫ আগস্ট রাখাইনে পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন চৌকিতে একযোগে হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা। এর প্রতিক্রিয়ায় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে হিংস  দমনাভিযান শুরু করে। এই অভিযানে শত শত রোহিঙ্গা নিহত হওয়ার পাশাপাশি লাখ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালাতে শুরু করে।

সর্বশেষ খবর