শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
উত্তর কোরিয়ার হুমকি

পরমাণু অস্ত্র মোতায়েনের সম্ভাবনা নাকচ দক্ষিণ কোরিয়ার

নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার গড়া বা পারমাণবিক অস্ত্র মোতায়েনের সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। এমনটি হলে উত্তরপূর্ব এশিয়ায় পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হতে পারে এবং শান্তি বজায় থাকবে না বলেও সতর্কতা উচ্চারণ করেছেন তিনি। উত্তর কোরিয়ার তরফে পারমাণবিক অস্ত্র হামলার হুমকির মুখে মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী দেশটির নতুন এ প্রেসিডেন্ট। উত্তর কোরিয়া সাম্প্রতিককালে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এ  অবস্থায় কোরীয় উপদ্বীপে বিদ্যমান  পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন তার দেশের পারমাণবিক অস্ত্রের উন্নয়নের সম্ভাবনা নিয়ে ওই মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘উ. কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির উন্নয়নের মুখে দক্ষিণ কোরিয়ারও নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি বা দেশটিতে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েনের দরকার রয়েছে-এ ধারণার সঙ্গে আমি একমত নই।’ তবে হুমকির পরিপ্রেক্ষিতে তার দেশের সামরিক বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি।  সিএনএন।

সর্বশেষ খবর