শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১৯ মিনিটে ২৩০০ মাইল পথ পাড়ি

ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আমেরিকাকে ছাই ও জাপানকে সাগরে ডুবিয়ে দেওয়ার হুমকির ২৪ ঘণ্টা পার না হতেই আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং। আর সেই ক্ষেপণাস্ত্র জাপানের মাথার ওপর দিয়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে। গত তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পাঠাল উত্তর কোরিয়া। খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্রটি জাপানের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ার আগে ১৯ মিনিটে ২৩০০ মাইল পথ পাড়ি দিয়েছে। পশ্চিমা কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে উত্তর কোরিয়া গতকাল যে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তার মধ্য দিয়ে দ্বীপ গুয়ামে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার সক্ষমতার প্রমাণ দিয়েছে। কারণ পিয়ংইয়ং থেকে গুয়ামের দূরত্ব মাত্র ২১০০ মাইল। অর্থাৎ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র গুয়ামের চেয়ে ২০০ মাইল বেশি পথ অতিক্রম করেছে। পিয়ংইয়ংয়ের এই ভূমিকায় যথেষ্ট ক্ষুব্ধ ও বিচলিত জাপান। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিউল। উেক্ষপণের পরপরই জাপানে সতর্কতা জারি করা হয়। সব বাসিন্দাকে সুরক্ষিত জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি জোশিহিদে সুগা এই ঘটনার তীব্র নিন্দা করে জানান, উত্তর কোরিয়ার এ ধরনের কাজ কোনোভাবেই মেনে নেবেন না তারা। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার কথা বলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।  জাপানের প্রশাসন সূত্রের খবর, গত ২৯ আগস্ট যে হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্র উেক্ষপণ করেছিল উত্তর কোরিয়া, এদিনের ক্ষেপণাস্ত্রও ছিল অনেকটা একই রকমের। ৩০০০ মাইল দূরপাল্লার সেই ক্ষেপণাস্ত্র গুয়ামে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে বলে সেদিন দাবি করেছিলেন কিম। ২৯ আগস্ট ক্ষেপণাস্ত্র উেক্ষপণের পরই গত ৩ সেপ্টেম্বর হাইড্রোজেন বোমা ফাটানোর দাবি করেছিল পিয়ংইয়ং। তারপরই ফের গতকালের ক্ষেপণাস্ত্র উেক্ষপণ পুরো কোরীয় দ্বীপে নতুন করে চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিবিসি, সিএনএন।

সর্বশেষ খবর