শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্যারিসে মেট্রো স্টেশনে ছুরি দিয়ে হামলা, গ্রেফতার

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি মেট্রো স্টেশনে দায়িত্বরত সেনার ওপর ছুরি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। লন্ডনের একটি মেট্রো স্টেশনে বোমা হামলার কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মরক্কোর বংশোদ্ভূত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সন্ত্রাসবাদবিরোধী শাখার বিশেষজ্ঞরা এ ঘটনার তদন্ত করছেন বলে সরকারের মুখপাত্র ক্রিস্টোফার কাস্টানের জানিয়েছেন। পুলিশ জানায়, শহরটির শাতেলে মেট্রো স্টেশনে সকাল সাড়ে ৬টার ঠিক পূর্বে সেনা সদস্যের ওপর ছুরি হামলার এ ঘটনা ঘটে। হামলার শিকার সেনা সদস্য অক্ষত আছেন। ওই সেনা দ্রুততার সঙ্গে হামলাকারীকে (বয়স আনুমানিক ৪০) পাকড়াও করতে সক্ষম হন। স্থানীয় গণমাধ্যমের খবর, হামলাকারী ‘আল্লাহু আকবর’ ও ইসলামিক স্টেট (আইএস) শব্দ উচ্চারণ করেছেন। হামলাকারীর উদ্দেশ্য কী ছিল তা কর্তৃপক্ষের জানা নেই বলে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি জানিয়েছেন।  রয়টার্স, রাশিয়া টুডে।

সর্বশেষ খবর