রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রামের বিরুদ্ধে হত্যা মামলায় চূড়ান্ত যুক্তিতর্ক শুরু

দুই নারী শিষ্যকে ধর্ষণের মামলায় ২০ বছর কারাদণ্ডপ্রাপ্ত কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে করা দুটি হত্যা মামলায় চূড়ান্ত যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের বিশেষ একটি আদালতে গতকাল মামলা দুটির শুনানি শুরু হয়েছে। দুটি মামলারই প্রধান আসামি রাম রহিম হরিয়ানার রোহটাকের সুনারিয়া জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন। আদালত মামলার পরবর্তী শুনানির দিন ২২ সেপ্টেম্বর ধার্য করেছেন। দুটি মামলাতেই সাক্ষী কথিত এ ধর্মগুরুর সাবেক গাড়িচালক খাত্তা সিং। রাম রহিমের বিরুদ্ধে নতুন করে জবানবন্দি রেকর্ড করবেন জানিয়ে একটি আবেদন করে সিবিআইয়ের দ্বারস্থ হয়েছিলেন তিনি। অবশ্য এ মামলায় ২০১২ সালে প্রথম জবানবন্দি (স্টেটমেন্ট) দিয়েছিলেন তিনি। তবে ধর্মগুরু ও তার বাহিনীর চাপের মুখে চালক সিং তা প্রত্যাহার করে নেন বলে তার আইনজীবী নবকিরণ সিং দাবি করেন।

রাম রহিমের বিরুদ্ধে সাংবাদিক রাম চন্দর ছত্রপতি ও ডেরা সাচা সৌদার সাবেক ব্যবস্থাপক রনজিত সিংকে হত্যার অভিযোগ আনা হয়েছে। ছত্রপতিকে ২০০২ সালের অক্টোবরে এবং রনজিত সিংকে একই বছরের জুলাইয়ে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগে বলা হয়েছে। রাম রহিমের হাতে ডেরার নারীদের যৌন নিপীড়নের কাহিনীসংবলিত একটি অজ্ঞাতনামা চিঠি প্রকাশ ও ছড়ানোর কারণে এ দুজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। পিটিআই।

সর্বশেষ খবর