রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গাদের জন্য উদ্বেগ প্রকাশ মমতার

মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নির্যাতন থেকে পালিয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার এক টুইট বার্তায় এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। টুইটে মমতা বলেন, ‘রোহিঙ্গাদের সহায়তা করতে জাতিসংঘের আবেদনে আমাদের অবশ্যই সমর্থন রয়েছে। আমি বিশ্বাস করি সাধারণ সব রোহিঙ্গাই সন্ত্রাসী নয়। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আমরা সত্যিই উদ্বিগ্ন।’ পশ্চিমবঙ্গে বিভিন্ন মুসলিম সংগঠন রাজ্যের বিভিন্ন স্থানে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছে। এজেন্সি।

সর্বশেষ খবর