সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
ট্রাম্প-মুন জা ইন ফোনালাপ

উ. কোরিয়ার বিরুদ্ধে কার্যকর অবরোধ আরোপে সম্মতি

উ. কোরিয়ার বিরুদ্ধে কার্যকর অবরোধ আরোপে সম্মতি

আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও জোরালো ও কার্যকর অবরোধ আরোপের ব্যাপারে সম্মত হয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইনের মধ্যে গতকাল সকালে এক ফোনালাপ অনুষ্ঠিত হয়। এ সময় তারা উত্তর কোরিয়া ইস্যুতে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন বলে প্রেসিডেন্টের মুনের দফতর জানিয়েছে। উত্তর কোরিয়ার তরফে জাপানের ওপর দিয়ে গত শুক্রবারের সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্প-মুনের ওই ফোনালাপ হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান ও জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিশ্ব থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়া একের একের পর পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। দুই সপ্তাহের ব্যবধানে গত ১৫ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। কিম জং উন সরকারের ঘন ঘন এ ধরনের ‘উসকানিমূলক’ তৎপরতা ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির জন্য বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় কোরীয় উপদ্বীপে বিদ্যমান উত্তেজনা ও অস্থিরতা আরও বাড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রকে সামরিকসহ নানা বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে বলেছেন যে, উত্তর কোরিয়া তার কর্মকাণ্ড দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোকে ভীত করতে পারবে না। ফোনালাপে ট্রাম্প ও মুন ইন উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে দেশটির বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত সর্বশেষ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র পার্ক সু হিউন বলেন, ‘দুই নেতা ফোনালাপে এ ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে অধিকতর জোরালো ও কার্যকরী অবরোধ এবং দেশটির ওপর চাপ প্রয়োগ করতে সম্মত হয়েছেন।’ উত্তর কোরিয়ার তরফে আরও উসকানিমূলক কর্মকাণ্ড দেশটিকে বিশ্ব থেকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে কেবল অধিকতর বিচ্ছিন্ন করে দেবে যা চূড়ান্তভাবে দেশটির পতন ঘটাবে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র। এদিকে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সর্বশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়াকে পারমাণবিক ওয়ারহেড ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি থেকে ঠেকাতে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের আলোচনা ফের ট্রাম্প প্রশাসনের ভিতরে শুরু হয়েছে। সিএনএন।

সর্বশেষ খবর