মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নওয়াজের আসনে জয়ী স্ত্রী কুলসুম

নওয়াজের আসনে জয়ী স্ত্রী কুলসুম

পদত্যাগকারী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শূন্য আসনের উপনির্বাচনে জয়ী হলেন কুলসুম নওয়াজ। তিনি নওয়াজ শরিফের স্ত্রী। পাকিস্তানের বহুল আলোচিত জাতীয় পরিষদের ১২০ নম্বর আসনে গতকাল ওই উপনির্বাচন হয়। এখান থেকেই নির্বাচিত হয়ে পর পর তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন নওয়াজ শরিফ। এবার ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারিতে তাকে সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণা করে। ফলে আসনটি শূন্য হয়ে যায়। অনেক নাটকীয়তা শেষে সেখানে রবিবার উপনির্বাচন হয়। এতে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন দুজন। তারা হলেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ ও ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রার্থী ড. ইয়াসমিন রশিদ। নির্বাচনে ২২০টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কুলসুম নওয়াজ পেয়েছেন ৬১ হাজার ২৫৪ ভোট। ড. ইয়াসমিন রশিদ পেয়েছেন ৪৭ হাজার ৬৬ ভোট। নবগঠিত মিলি মুসলিম লীগ সমর্থন দিয়েছিল স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব শেখকে। তিনি রয়েছেন তৃতীয় স্থানে। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী ফয়সল মীর রয়েছেন চতুর্থ অবস্থানে। উল্লেখ্য, কুলসুম নওয়াজ বর্তমানে ক্যান্সারের চিকিত্সা করাতে লন্ডনে অবস্থান করছেন। নির্বাচনে দলের পক্ষে দায়িত্ব পালন করেন তার মেয়ে মরিয়ম নওয়াজ। ডন।

সর্বশেষ খবর