মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
ক্যারিবীয় অঞ্চলে সতর্কতা

আটলান্টিকে আরও তিনটি বড় ঝড়

এক মাসও হয়নি দুটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দেখেছে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। এর মধ্যে ইরমার আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি অঞ্চলটি। এখনো ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে এই দ্বীপপুঞ্জ। কিন্তু এরই মধ্যে আটলান্টিক মহাসাগড় জুড়ে নতুন করে উঠছে ঝড়। একটা নয়, তিন তিনটে ঝড়। এগুলো হলো মারিয়া, লি এবং হোসে। শনিবারই পশ্চিম আটলান্টিকে জন্ম নেয় মারিয়া। ক্যারিবীয়র লিউয়ার্ড দ্বীপপুঞ্জের কাছে এগিয়ে আসা মারিয়া বিপজ্জনক ধরনের বড় হারিকেনে পরিণত হতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসির খবরে বলা হয়, রবিবার মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, এক মাত্রার হারিকেনটি পরবর্তী ৪৮ ঘণ্টায় দ্রুত শক্তি সঞ্চয় করে আজ লিউয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। গতকাল মারিয়ার কেন্দ্রটি বার্বাডোস থেকে উত্তর-পূর্ব দিকে ২২৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটি ঘণ্টায় সর্বোচ্চ ১৩৭ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছিল। আগামীকাল পর্যন্ত তা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর