বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্পের প্রথম জাতিসংঘ ভাষণের কড়া সমালোচনা

ট্রাম্পের প্রথম জাতিসংঘ ভাষণের কড়া সমালোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে প্রথম যে ভাষণ দিয়েছেন তা নিয়ে অনেক রাষ্ট্রই সমালোচনা করেছে। বিশেষ করে যেসব দেশকে নিয়ে ট্রাম্প তার ভাষণে বিদ্বেষ পোষণ করেছেন সেসব দেশসহ আরও কয়েকটি দেশ তার সমালোচনা করেছে। এ মধ্যে রয়েছে— ইরান, ভেনেজুয়েলা, সুইডেন, বলিভিয়াসহ বেশ কয়েকটি দেশ। বিবিসি জানিয়েছে, ট্রাম্প তার ভাষণে ইরানকে কথিত ‘দুর্বৃত্ত শাসকদের ছোট গোষ্ঠীর’ মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এবং উত্তর কোরিয়াকে পুরো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, ‘ট্রাম্পের জ্ঞানহীন ঘৃণা বচন মধ্যযুগের উপযুক্ত, একবিংশ শতাব্দীর জাতিসংঘের নয়।’ তবে ট্রাম্পের ‘ধ্বংস করে দেওয়ার’ হুমকির পর উত্তর কোরিয়া পাল্টা হুমকি দিয়ে বলেছে, ভয়াবহ পরমাণু বোমা মেরে গোটা আমেরিকাকে মৃত্যুকূপে পরিণত করা হবে। ভেনেজুয়েলার সরকারকে হুমকি দিয়ে ট্রাম্প তার বক্তৃতায় বলেছেন, ‘এ সরকার দুর্নীতিবাজ সমাজবাদী স্বৈরশাসক। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’ ট্রাম্পের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা। তিনি বলেছেন, ‘ট্রাম্প গোটা বিশ্বের প্রেসিডেন্ট নন... তিনি নিজের সরকারই ঠিকঠাক চালাতে পারেন না।’ ভেনেজুয়েলার সমর্থনে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন, ‘ট্রাম্পের মতো একজন মাল্টি-মিলিয়নার সমাজতন্ত্রকে আক্রমণ করবে, এতে আমি বিস্মিত নই। আমাদের লড়াই সব সময় আদর্শিক ও বস্তুনিষ্ঠ।’ বিবিসি তার বিশ্লেষণে বলেছে, ট্রাম্পের ভাষণে নিজেদের নাগরিকদের উন্নতির চেষ্টারত সার্বভৌম রাষ্ট্রেভরা এক বিশ্বের ছবি প্রকাশ পেলেও ভাষণের বেশির ভাগ সময়ই তিনি তার কথিত ‘দুর্বৃত্ত জাতিগুলোকে’ নিয়ে সমালোচনায় মেতে থাকেন। ভাষণে ট্রাম্প উত্তর কোরিয়ার সমালোচনা করে এর নেতা কিম জং উনকে ‘আত্মঘাতী মিশনে নামা রকেট মানব’ বলে ব্যঙ্গ করেন। বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজেদের কিংবা তার মিত্রদেশগুলোর প্রতিরক্ষায় বাধ্য হলে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করা ছাড়া উপায় থাকবে না।’ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ সময় এক শ্রোতা সদস্য হাত দিয়ে তার মুখ ঢাকেন এবং অধিবেশনের হলরুমটি প্রতিক্রিয়ার বিস্মিত জোরালো গুঞ্জনে ভরে ওঠে। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গোট ওয়ালস্ট্রমকে হাত ভাঁজ করে রাখতে দেখা যায়; পরে বিবিসিকে তিনি বলেন, ‘ভুল সময়ে, ভুল দর্শকদের সামনে ভুল ভাষণ ছিল এটি।’ ভাষণে ‘দুষ্ট অল্পের’ দমনে ‘ন্যায়নিষ্ঠ’ অনেকের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। ভাষণে ইরানকে ‘ভুয়া গণতন্ত্রের লেবাসের পেছনে দুর্নীতিবাজ একনায়কদের’ দেশ অভিহিত করে দেশটির ‘প্রধান রপ্তানি সহিংসতা, রক্তপাত ও বিশৃঙ্খলা’ বলে মন্তব্য করেন ট্রাম্প। ২০১৫ সালে ইরানের সঙ্গে করা বিশ্বশক্তিগুলোর পারমাণবিক চুক্তিকে ‘যুক্তরাষ্ট্রের অংশ নেওয়া অন্যতম বাজে ও সবচেয়ে একপেশে চুক্তি’ বলে উল্লেখ করেন। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তির পক্ষে অবস্থান নিয়ে বলেন, ‘এটি পরিত্যাগ করা মারাত্মক ভুল হবে।’ তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের ভাষণে ট্রাম্পের বক্তব্যকে সমর্থন করেছেন।

বিশ্বরাজনীতির ‘নতুন হিটলার’ : আমেরিকার  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বরাজনীতির ‘নতুন হিটলার’ বলে অভিহিত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মঙ্গলবার জাতিসংঘে ভেনেজুয়েলার সরকারের সমালোচনা করে যে বক্তব্য দেন ট্রাম্প, তার প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন মাদুরো।  টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর