শিরোনাম
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

মেক্সিকো সিটির পর এবার ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল শহর। গতকাল দেশটির দক্ষিণ-পশ্চিম প্রান্তের ইনভার কারগিল এলাকায় এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এ কম্পনের তীব্রতা ছিল ৬ দশমিক ১। এমনটাই জানিয়েছে ভূমিকম্প গবেষক সংস্থা ইউএসজিএস। এ ভূমিকম্পের উৎসস্থল ছিল ১২ কি.মি. গভীরে।   এএফপি।

সামরিক চুক্তি করল সৌদি

সৌদি আরব ও ব্রিটেন সামরিক সহযোগিতা বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। উপসাগরীয় প্রতিদ্বন্দ্বী দেশ কাতার ইউরোপীয় এ দেশ থেকে যুদ্ধবিমান ক্রয়ে একটি চুক্তি স্বাক্ষর করার মাত্র দুই দিন পর তারা এ চুক্তি করল। মঙ্গলবার সৌদি বার্তা সংস্থা (এসপিএ) পরিবেশিত এক বিবৃতিতে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বন্দর নগরী জেদ্দায় সফররত ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা সম্পর্ক নিয়ে আলোচনার পর এ চুক্তি স্বাক্ষর করা হয়। তবে বিবৃতিতে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর