শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাখাইনে ত্রাণকর্মীদের বিরুদ্ধে লাঠি ও রড হাতে বিক্ষোভ

রোহিঙ্গা ঠেকাতে ভারতে সমুদ্রসীমান্ত বন্ধ

মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সরবরাহ ঠেকাতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। বুধবার রাতে রাখাইনের রাজধানী সিতেতে রেডক্রসের কর্মীরা বিভিন্ন ত্রাণসামগ্রী নৌকায় তুলছিলেন। এগুলো রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্তর্জাতিক রেডক্রস ওই ত্রাণ নিয়ে রাখাইন রাজ্যে যাচ্ছিল। রয়টার্সের খবরে বলা হয়, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় রোহিঙ্গাবিরোধী শত শত বিক্ষোভকারী সেখানে হাজির হয়ে ত্রাণকর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করে। তাদের কারও কারও হাতে লাঠি ও রড ছিল। একপর্যায়ে পেট্রলবোমাও নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শী ও মিয়ানমারের সরকারি দফতর থেকে জানানো হয়, খবর পেয়ে অন্তত ২০০ পুলিশ সদস্য ঘটনাস্থলে হাজির হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ফাঁকা গুলি ছোড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার সময় অন্তত আটজন আহত হন। রেডক্রসের একজন মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ত্রাণকর্মী কেউ আহত হননি। গত ২৫ আগস্ট রাখাইনে পুলিশ ও সেনাবাহিনীর বেশ কয়েকটি চৌকিতে হামলা হয়। এর জের ধরে সেখানে সহিংস অভিযান শুরু করে মিয়ানমারের সেনা ও পুলিশ। গুলি-আগুনে নিহত হয় অন্তত এক হাজার রোহিঙ্গা। অভিযানের মুখে প্রাণভয়ে সোয়া চার লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। রাখাইনে এখনো কিছু রোহিঙ্গা থাকলেও তারা খাদ্য সংকটে পড়েছে। প্রাণভয়ে বাইরে বের হচ্ছে না। এ পরিস্থিতিতে সেখানে ত্রাণ সরবরাহের উদ্যোগ নেয় রেডক্রস। এদিকে রোহিঙ্গারা যাতে ভারতে ঢুকতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নিয়েছে। এরমধ্যে সমুদ্র সীমান্ত সিল করে দিয়েছে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী। একই সঙ্গে স্থল সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে। বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের  অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে ঠেকাতে সরকারের নীতি নির্ধারণমহল থেকে নির্দেশনা পেয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ইন্ডিয়ার এক্সপ্রেসের প্রতিবেদনে  বলা হয়, উপর মহলের নির্দেশনার পর ভারত-বাংলাদেশ সীমান্তে ঝুঁকিপূর্ণ স্থানগুলো শনাক্ত করেছে বিএসএফ। তারা পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশের যে কোনো চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত।

সর্বশেষ খবর