শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভারতের জন্যই পাকিস্তানের পরমাণু অস্ত্র : আব্বাসি

ভারতের জন্যই পাকিস্তানের পরমাণু অস্ত্র : আব্বাসি

পাকিস্তান তাদের পরমাণু অস্ত্রের সমৃদ্ধি ও মজুদ করছে একমাত্র ভারতের কারণে। আমেরিকার ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’-এ বক্তৃতা দিতে এসে এ কথা বলেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। সেই সঙ্গে তার দাবি, তাদের পরমাণু ‘কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা এতটাই সুরক্ষিত যে সন্ত্রাসবাদীরা কোনো দিনই সেই অস্ত্র ভাণ্ডারের নাগাল পাবে না। পাকিস্তান পরমাণু অস্ত্র ভাণ্ডারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার কম্যান্ড অথরিটি (এনসিএ)। দেশটির প্রধানমন্ত্রীর দাবি, তাদের মতো সুরক্ষিত ‘কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা অন্য কোনো দেশের নেই। আব্বাসি বলেন, ‘অন্য দেশগুলোর মতো কৌশলগত পরমাণু অস্ত্র আমাদের নেই। ভারতের ‘কোল্ড স্টার্ট ডকট্রিন’-এর কথা মাথায় রেখেই আমরা শুধু স্বল্প পাল্লার পরমাণু ভাণ্ডার তৈরি রেখেছি।’ তার আরও দাবি, গত ১৫ বছর ধরে টানা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে পাকিস্তান। তারা যে দায়িত্বশীল ‘বিশ্ব নাগরিক’, এই লড়াই সেটাই প্রমাণ বলে মনে করেন তিনি। আফগান নীতি নিয়েও ভারতের সমালোচনা করেছেন আব্বাসি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠকের কিছুক্ষণ আগেই অবশ্য জাতিসংঘের অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে নাম না করে সমালোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেন, ‘যে সব দেশ সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতি করে ফেলেছে, সেখানে সহজেই আশ্রয় পায় সন্ত্রাসবাদীরা।’

সর্বশেষ খবর