শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানেই আছেন দাউদ ইব্রাহিম

পুলিশি জেরায় কাসকর

ভারতের মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানেই আছেন। জেরায় পুলিশের কাছে এ কথাই জানিয়েছেন দাউদের ভাই ইকবাল কাসকর। কাসকরের এই স্বীকারোক্তির কথা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন মুম্বাই পুলিশ। পুলিশের দাবি, কাসকর দাউদের চার-পাঁচটি ঠিকানাও তুলে দিয়েছে পুলিশের হাতে। চাঁদাবাজির মামলায় গত মঙ্গলবার পুলিশ ও গোয়েন্দারা কাসকরকে মুম্বাই থেকে গ্রেফতার করে। গত দুদিন ধরে তাকে দফায় দফায় জেরা করেন গোয়েন্দা ও অপরাধ দমন শাখার অফিসাররা। পুলিশের দাবি, জেরায় দাউদ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন কাসকর। ১৯৯৩-এর মুম্বাই হামলার মূল হোতা দাউদ ইব্রাহিম পাকিস্তানে আছে এই দাবি অনেক আগ থেকে করে আসছে ভারত। করাচি এবং সে দেশের অন্য শহরে দাউদের ৯টি ঠিকানার একটি তালিকা আগেই পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল ভারত। বার বার দাবিও জানিয়েছে দাউদ সে দেশেই আছে। কিন্তু পাকিস্তান সে কথা বার বার অস্বীকার করেছে। তবে কাসকরের স্বীকারোক্তি ভারতের দাবিকে আরও জোরালো করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুলিশ আরও জানিয়েছে, শুধু দাউদই নয়, তার ভাই আনিস ইব্রাহিমও পাকিস্তানেই রয়েছে। তাদের সঙ্গে সম্প্রতি চার-পাঁচ বার কথাও হয়েছে কাসকরের। পাশাপাশি, জেরায় কাসকর এটাও জানিয়েছেন, ফোন ট্যাপ হওয়ার আশঙ্কায় ভারতে তার আত্মীয় ও দলবলকে ফোন করতে ভয় পাচ্ছেন দাউদ।

সর্বশেষ খবর