শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বান্ধবী বেনজিরের মৃত্যু নিয়ে জাতিসংঘে কথা বললেন তেরেসা মে

গণতন্ত্রের পক্ষে ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান, সহিষ্ণুতার সমর্থন এবং নারী হওয়ার কারণেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে খুন হতে হয়। এ মন্তব্য করেছেন বেনজিরের বান্ধবী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। পাকিস্তানের জনপ্রিয় এই নারী নেত্রীর দশম মৃত্যুবার্ষিকীর আগে তাকে স্মরণ করে জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে দেওয়া বক্তৃতায় একথা বলেছেন মে। সন্ত্রাসীদের হাতে যে দেশটিতে অধিকতর রক্ত ঝরেছে বেনজির সেই দেশটিতেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন বলেও বিশ্বনেতাদের স্মরণ করিয়ে দেন তিনি। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য শেষে গাড়িতে সমাবেশস্থল ত্যাগ করার মুহূর্তে আততায়ীর গুলি ও বোমার আঘাতে প্রাণ হারান বেনজির  ভুট্টো। ডন নিউজ।

সর্বশেষ খবর