শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইরান ২০০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র বানিয়েছে

ইরান গতকাল নতুন একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। দেশটির প্রতিরক্ষা সপ্তাহের প্রথম দিনে তেহরানে কুচকাওয়াজ অনুষ্ঠানে ‘খুররমশহর’ নামের ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিসহ ইসলামি প্রজাতন্ত্রের শীর্ষস্থানীয় কর্মকর্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একাধিক ওয়ারহেড বা বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র ‘খুররমশহর’ দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এ তথ্য দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিমানমহাকাশ বা অ্যারোস্পেস ডিভিশনের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ।

সর্বশেষ খবর