রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের কাছে ভূমিকম্প ঘিরে ধোঁয়াশা, উদ্বেগ

উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের কাছে ভূমিকম্প ঘিরে ধোঁয়াশা, উদ্বেগ

উত্তর কোরিয়ার নর্থ হামজিয়ং প্রদেশের কিলজু এলাকায় একটি পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্রের কাছে গতকাল একটি ভূমিকম্প শনাক্ত করা হয়েছে। পুনজিরি পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্রের ৫০ কিলোমিটার দূরে স্থানীয় সময় গতকাল দুপুরের পর ওই ভূমিকম্প হয় বলে চীনা ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৩.৪ ছিল বলেও সেন্টারটি জানিয়েছে। তবে এ ভূমিকম্পের সম্ভাব্য কারণ নিয়ে একেক দেশ একেক রকম বক্তব্য দিয়েছে। পার্শ্ববর্তী দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দফতর একে স্রেফ স্বাভাবিক ভূমিকম্প হিসেবে আখ্যায়িত করলেও জাপানের দাবি, ওই পরমাণু পরীক্ষা কেন্দ্রে সন্দেহভাজন একটি বিস্ফোরণের প্রভাবে এই ভূমিকম্প। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তাত্ক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের কাছে ভূমিকম্পটি এমন একটা সময়ে শনাক্ত করা হলো যখন দেশটির নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাগ্যুদ্ধ চলছে। গত মঙ্গলবার জাতিসংঘে দেওয়া ট্রাম্পের ভাষণের পরিপ্রেক্ষিতে এ কথার লড়াই চলছে। ট্রাম্পের মন্তেব্যের জবাবে তাকে ‘মানবিক বিকারগ্রস্ত দুর্বল আমেরিকান’ হিসেবে বর্ণনা করে উত্তর কোরীয় নেতা কিম উন বলেছেন, তার দেশ পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না। আর উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো ট্রাম্পের মন্তব্যকে ‘কুকুরের ঘেউ ঘেউ ধ্বনি’র সঙ্গে তুলনা করে হুঁশিয়ারি দিয়েছেন যে, তার দেশ প্রশান্ত মহাসাগরে একটি হাইড্রোজেন বোমার পরীক্ষাও চালাতে পারে। তাই উত্তর কোরিয়ার ওই ভূমিকম্প পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়েছে কিনা এ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। ব্যাপকভিত্তিক পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণবিষয়ক সংগঠন সিএনটিবিটিও’র বিশেষজ্ঞরাও উত্তর কোরিয়ায় অযাচিত ভূতাত্ত্বিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন বলে সংস্থাটির নির্বাহী সেক্রেটারি লাসিনা জেরবো এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন। ভূমিকম্পটি পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর কারণেই হয়েছে তা নিশ্চিত করা হলে এটি হবে কিম জং উন সরকারের সপ্তম পরীক্ষা। তবে ভূমিকম্পটির মাত্রা কম হওয়ায় এ নিয়ে সন্দেহ রয়েছে। প্রতিটি পরমাণু অস্ত্র পরীক্ষার পরপরই ভূকম্পন অনুভূত হয়। উত্তর কোরিয়া এর আগে যে ছটি পরীক্ষা চালিয়েছে তার প্রতিটির ক্ষেত্রেই ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩ এর ওপরে। গত ৩ সেপ্টেম্বর চালিত দেশটির সর্ববৃহৎ পরমাণু অস্ত্র পরীক্ষায় সৃষ্ট ভূকম্পনের মাত্রাও ছিল ৬.৩। তাই পুনজিরি পরমাণু পরীক্ষা কেন্দ্রের নিকটে সৃষ্ট ভূমিকম্পটি স্বাভাবিক বলেই জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এ ব্যাপারে দেশটির আবহাওয়া বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা ইয়নহ্যাপকে জানিয়েছেন, ‘কৃত্রিম ভূমিকম্পের পর সাধারণত যে ধরনের শব্দতরঙ্গ তৈরি হয় উত্তর কোরিয়ার ভূমিকম্পের ক্ষেত্রে এ ধরনের কিছু শনাক্ত করা যায়নি।’ উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতেই জাতিসংঘ সম্প্রতি দেশটির বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করে।  রাশিয়া টুডে, বিবিসি।

সর্বশেষ খবর