রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিকে  অগ্রাহ্য করে নতুন একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। একাধিক নিউক্লিয়ার ওয়্যারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি। এটি ২ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম বলে  জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আল-জাজিরার খবরে বলা হয়, শুক্রবার তেহরানে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে বিভিন্ন  ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এ সময় ‘খোরামশাহর’ নামের ক্ষেপণাস্ত্রটি প্রদর্শিত হয়। এর আগে এ ধরনের  ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানালেও তা কখনো প্রদর্শন করেনি তেহরান।  কুচকাওয়াজের কিছুক্ষণ পরই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় তেহরান। এ পরীক্ষার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটি সুস্পষ্ট চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে ইরান। গত আগস্টে ট্রাম্প প্রশাসন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান রেখে একটি আইন প্রণয়ন করে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ  দেওয়া হয়। সে সময়ই হোয়াইট হাউসের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছিল ইরান। বিবিসি, আলজাজিরা।

 

সর্বশেষ খবর