সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ওয়াশিংটন কখনই পিয়ংইয়ংয়ে হামলা চালাবে না : ল্যাভরভ

উ. কোরিয়ার পরমাণু অস্ত্রের ব্যাপারে নিশ্চিত যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন কখনই পিয়ংইয়ংয়ে হামলা চালাবে না : ল্যাভরভ

পিয়ংইয়ংয়ের হাতে যে পরমাণু অস্ত্র রয়েছে এ ব্যাপারে ওয়াশিংটন কেবল সন্দেহ-ই পোষণ করে না বরং তা তাদের নিশ্চিতভাবেই জানা আছে। তাই যুক্তরাষ্ট্র কখনই উত্তর কোরিয়ায় হামলা চালাবে না বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। নিউইয়র্কে চলমান জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনের ফাঁকে তিনি যাদের সঙ্গে কথা বলেছেন তারা সবাই এ যুক্তির সঙ্গে একমত পোষণ করেছেন বলেও দাবি করেছেন রুশ এ কূটনীতিক। গতকাল এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। উত্তর কোরিয়া ইস্যুতে জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে এক ধরনের উত্তেজনা চলছে। দেশ দুটির শীর্ষ নেতৃত্ব একে অপরের বিরুদ্ধে আক্রমণ ও সমালোচনার মাত্রা চড়িয়েছেন। উত্তর কোরিয়াকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে বলে ট্রাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশটির নেতা কিম জং উন বলেছেন, এজন্য মার্কিন প্রেসিডেন্টকে চড়া মূল্য দিতে হবে। সেইসঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ‘মানসিক বিকারগ্রস্ত দুর্বল আমেরিকান’ হিসেবেও আখ্যায়িত করেছেন। কিমের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্পও কিমকে ‘পাগল’ ও ‘ছোট্ট রকেট ম্যান’ হিসেবে সম্বোধন করেছেন। দুই নেতার মধ্যকার চলমান বাগ্যুদ্ধের মাঝেই উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো শনিবার জাতিসংঘে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পিয়ংইয়ংয়ের তরফে রকেট হামলা অপরিহার্য বলে জানিয়েছেন। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ইস্যুতে বিদ্যমান উত্তেজনা ও ট্রাম্প-কিমের বাগ্যুদ্ধের মাঝেই রুশ পররাষ্ট্রমন্ত্রীর তরফে ওই মন্তব্য এলো। সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, ‘আমেরিকানরা উত্তর কোরিয়ায় হামলা চালাবে না কারণ তারা শুধু সন্দেহ-ই পোষণ করে না বরং নিশ্চিতভাবেই জানে যে পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র রয়েছে।’ উত্তর কোরিয়ার পক্ষাবলম্বন করছেন না জানিয়ে ল্যাভরভ আরও বলেন, ‘আমি উত্তর কোরিয়ার পক্ষ নিচ্ছি না। আমি স্রেফ বলতে চাচ্ছি যে প্রায় সবাই এ ধরনের বিশ্লেষণের সঙ্গে একমত।’ আর উত্তর কোরিয়ার হাতে পরমাণু অস্ত্র রয়েছে এ মূল্যায়ন যুক্তরাষ্ট্র যদি এখনো বিবেচনায় না নিয়ে থাকে তাহলে কোরীয় উপদ্বীপে বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও যোগ করেন ল্যাভরভ। রাশিয়া টুডে।

 

সর্বশেষ খবর