শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

আরও ৫০ হাজার শরণার্থীর পুনর্বাসন করবে ইইউ

ইউরোপে শরণার্থী প্রবেশের স্রোত থামছেই না। প্রায় প্রতিদিনই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোনো না কোনো দেশে অভিবাসন প্রত্যাশী ঢুকছে। এ জন্য আগামী দুই বছরের জন্য আরও ৫০ হাজার শরণার্থী পুনর্বাসন করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শরণার্থীদের বেশিরভাগই আফ্রিকা থেকে আসা। দুই বছরের জন্য ইউরোপের বিভিন্ন দেশে তাদের আশ্রয়ের ব্যবস্থা করা হবে। ইইউ’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, বুধবার ইইউ’র নির্বাহী কাউন্সিলে এই প্রস্তাব তোলা হয়। ২০১৫ সালে শরণার্থী সংকটের পর থেকে পুনর্বাসনের চেষ্টা করে আসছে ইইউ।

সংস্থাটির অভিবাসনবিষয়ক কমিশনার দিমিত্রি আব্রামোপুলোস জানান, ‘আমাদের বিকল্প পথ খুঁজে বের করতেই হবে। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা পুনর্বাসনের জন্য ৫০ কোটি ডলার বাজেট রেখেছেন।

সর্বশেষ খবর