শিরোনাম
শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পরমাণু সমঝোতা ত্যাগের হুমকি ইরানের

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে ইরানও এ সমঝোতা থেকে বের হয়ে যেতে পারে। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ নিউইয়র্কে আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, যদি ওয়াশিংটন সমঝোতা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে ইরানেরও নিজেকে প্রত্যাহারসহ অন্য সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। ২০১৫ সালের জুলাই মাসে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষর করে ইরান।

সর্বশেষ খবর