রবিবার, ১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কুর্দিস্তানে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করেছে ইরাক

স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের কারণে উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে আন্তর্জাতিক বিমানের ওঠা-নামায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরাকের কেন্দ্রীয় সরকার। এ নিষেধাজ্ঞা আরোপের পর কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইরবিল থেকে শুক্রবার শেষ আন্তর্জাতিক বিমানটি ছেড়ে যায় বলে জানিয়েছে রয়টার্স। বিশ্বশক্তিগুলোর ব্যাপক আপত্তি সত্ত্বেও গত সপ্তায় অনুষ্ঠিত ওই ভোটে স্বাধীনতার পক্ষে বিপুল রায় দিয়েছে ওই অঞ্চলটির বাসিন্দারা। ইরাক এবং প্রতিবেশী ইরান ও তুরস্ক শুরু থেকেই এই গণভোটের বিপক্ষে ছিল। গণভোট পুরো অঞ্চলের সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে বলে আশঙ্কা তাদের। আন্তর্জাতিক রুটে নিষেধাজ্ঞা দিলেও অভ্যন্তরীণ বিমান চলবে। প্রবাসী কুর্দি ও ব্যবসায়ীদের কুর্দিস্তানে ভ্রমণ অনুৎসাহিত করতেই বাগদাদের এই নিষেধাজ্ঞা; এর ফলে উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত ওই অঞ্চলটির হোটেল শিল্প, যাতায়াত, আবাসনের মতো অর্থনৈতিক খাতগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

সর্বশেষ খবর