মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মিসরে মিয়ানমার দূতাবাসে হামলা

রোহিঙ্গা নির্যাতন ইস্যু

রাখাইনে  রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলার জবাব দিতে মিসরে মিয়ানমার দূতাবাসে ছোটখাট একটি বিস্ফোরণ ঘটিয়েছে হাজম নামে একটি জঙ্গিগোষ্ঠী। রাজধানী কায়রোতে শনিবার এ বিস্ফোরণ ঘটার পরদিন রবিবার এর দায় স্বীকার করে হাজম। তবে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবারের ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। স্থানীয় অধিবাসী ও গণমাধ্যম প্রাথমিকভাবে এ বিস্ফোরণকে গ্যাস পাইপলাইন দুর্ঘটনা বলে জানিয়েছিল। তবে নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ঘটনাস্থলে বিস্ফোরকের আলামত পেয়েছেন তারা। এক বিবৃতিতে হাজম জঙ্গিগোষ্ঠী জানায়, ‘বোমা বিস্ফোরণ মুসলিমঅধ্যুষিত রাখাইন রাজ্যে হত্যাকারী, নারী ও শিশুদের হত্যাকারী দূতাবাসের জন্য একটি সতর্কসংকেত। আর এ হামলা দুর্বল মুসলিম জনগোষ্ঠীটির মানুষের প্রতি সংহতিও।’ গত বছর থেকে কায়রোতে বিচারক ও পুলিশের ওপর একাধিক হামলার জন্য দায়ী জঙ্গিগোষ্ঠী হাজম এই প্রথম কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণের দাবি করল। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা এ অভিযান চালানোর সময় খেয়াল রেখেছি যেন কোনো বেসামরিক নাগরিক বা নিরীহ মানুষ  হতাহত না হয়। অন্যথায় আপনারা এক জ্বলন্ত অগ্নিকাণ্ড দেখতেন যা নিবারণ করা সম্ভব হতো না।’ মিয়ানমার সরকারের মুখপাত্র জ হাতেয় টুইটারে এক পোস্টে দেশটির নাগরিকদের বিদেশে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলেছেন। এর মাঝেই কায়রোতে মিয়ানমার দূতাবাসে হামলার খবর এলো। রয়টার্স।

সর্বশেষ খবর