মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

উ. কোরিয়ার সঙ্গে আলোচনা মানে সময় নষ্ট : ট্রাম্প

উ. কোরিয়ার সঙ্গে আলোচনা মানে সময় নষ্ট : ট্রাম্প

পারমাণবিক অস্ত্রের মহড়া নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করা মানে সময় নষ্ট বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প। আর তাই পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে কর্মশক্তি অপচয় না করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। রবিবার  এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ‘কর্মশক্তি সঞ্চয় কর রেক্স, আমরা যা করার তা করব।’ শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, উত্তর কোরিয়া আলোচনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। পারমাণবিক অস্ত্রের মহড়া নিয়ে সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। যুক্তরাষ্ট্র চায় উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রের মহড়া বন্ধ করুক। বেশ কিছুদিন ধরে অব্যাহতভাবে পারমাণবিক অস্ত্রের মহড়া চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর ক্ষুদ্রতম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে দেশটি। এই বোমা দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন মিসাইলের ওপর সংযুক্ত করা যাবে। তাদের এই পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে পিয়ংইয়ং। এমন অবস্থায় উত্তর কোরিয়ার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।  বিবিসি।

তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আলোচনার এই পদক্ষেপ ভেস্তে যেতে পারে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রসঙ্গ উল্লেখ করে টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলেছিলাম, তিনি ক্ষুদ্র রকেট মানবের সঙ্গে আলোচনার চেষ্টা করে তার সময় নষ্ট করছেন। গত আগস্টে ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়াকে মোকাবিলা করার জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছে। তবে ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই প্রতিরক্ষামন্ত্রী কূটনৈতিক পদক্ষেপ সফল হতে চলেছে জানিয়ে উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করেন। বিবিসি।

সর্বশেষ খবর