মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ফ্রান্সে রেলস্টেশনে ‘সন্ত্রাসী হামলা’ নিহত ২

ইউরোপে জঙ্গিরা একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে। বিভিন্ন কৌশলে তারা হামলা চালায়। ফ্রান্সে আবারও হামলার ঘটনা ঘটেছে। দেশটির মার্সেই শহরের প্রধান রেলস্টেশনে এক ব্যক্তির ছুরিকাঘাতে দুই নারী নিহত হয়েছে। পরে পুলিশ সেন্ট চার্লস রেলস্টেশনে হামলাকারীকে গুলি করে হত্যা করে বলে জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ রবিবারের এ ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলছে। রয়টার্স জানায়, দুই নারীর মধ্যে একজনকে গলা কেটে এবং অন্যজনকে পর পর কয়েকবার পেটে ছুরি মেরে হত্যা করে ওই হামলাকারী। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা স্থানীয় একটি পত্রিকাকে বলেন, হামলাকারী ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে ছুরি হাতে লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। ফ্রান্স ন্যাশনাল পুলিশের পক্ষ থেকে টুইটারে বলা হয়, পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণে নিয়েছে। হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে, তাকে গুলি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে, ওই  স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। হামলার প্রত্যক্ষদর্শী এক নারী রয়টার্সকে বলেন, এক ব্যক্তি তার আস্তিন থেকে একটি ছুরি বের করে এবং অল্প বয়সী এক মেয়েকে ছুরিকাঘাত করে। তারপর সে আরও এক নারীকে ছুরিকাঘাত শুরু করে। সে খুব সম্ভবত ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিল। বিবিসি।

সর্বশেষ খবর